গাংনীতে ট্রলি থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ট্রলি থেকে পড়ে আব্দুল মজিদ (৫৩) নামের এক ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আব্দুল মজিদ ধানখোলা ইউনিয়নের জুগিন্দা শেখ পাড়ার কেরু শেখের ছেলে।
প্রতিবেশিরা জানান,বৃহস্পতিবার সকাল ১১ টায় আব্দুল মজিদ সহ বেশ কয়েকজ ছাদ ঢালাই করার জন্য ট্রলি যোগে যাওয়ার পথে ঘুমিয়ে গেলে ট্রলি থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। চিকিৎসার জন্য প্রথমে গাংনী হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে আব্দুল মজিদের সহকর্মীরা জানান,সে ষ্ট্রোক করে ট্রলি থেকে পড়ে যায়। ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান,আব্দুল মজিদের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।