সাম্প্রতিকী ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক যুবককে গ্রেফ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকালে রংপুর শহরের মর্ডান মোড় থেকে ১৯ বছর বয়সী আমজাদ হোসেনকে গ্রেফ্তার করা হয় বলে জানান, পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান।
জানা গেছে, আটক আমজাদ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর মধ্যডাঙ্গাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের এক শিশুকে গত শনিবার আমজাদ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
“পরে মেয়েটিকে হত্যা করে বাড়িতে তালা দিয়ে সে পালিয়ে যায়। ওই রাতেই পুলিশ তালা ভেঙ্গে আমজাদের ঘরে টেবিলের নিচ থেকে মেয়েটির রক্তাক্ত লাশ উদ্ধার করে।”
পরে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আমজাদকে গ্রেপ্তার করে দিনাজপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ আমীনের আদালতে হাজির করা হয়। সেখানে আমজাদ জবানবন্দি দেয় বলে ওসি জানান।