সাম্প্রতিকী ডেস্কঃ নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাকে কেন্দ্র করে জনতার হামলায় লোহাগড়া থানার এস আই জয়নুল আবেদীন আহত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেবর) বিকালে লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, কাশিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও নলদী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলায় একজন বদলি খেলোয়াড়কে মাঠে নামানোকে কেন্দ্র করে কাশিপুর ইউনিয়ন সমর্থিত দর্শকরা প্রতিপক্ষ নলদী ইউনিয়ন সমর্থিত দর্শকদের উপর হামলা চালায়।
এ সময় মঞ্চে থাকা লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুর হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারি কমিশনার (ভ‚মি) এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের ওপর কাশিপুর ইউপির লোকজন চড়াও হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সহকারি কমিশনার (ভ‚মি) এম এম আরাফাত হোসেন উপস্থিত লোহাগড়া থানা পুলিশকে নির্দেশ দেন। এ সময় লোহাগড়া থানার একদল পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা কালে উত্তেজিত দর্শকদের হামলায় লোহাগড়া থানার এস আই জয়নুল আবেদীন আহত হয়। আহত এস আইকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত এসআই জয়নুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান, হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আবুল হাসনাত।
তিনি জানান, উত্তেজিত জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আমার উপর চেয়ার, লাঠিসোঠা দিয়ে হামলা করা হয় । এ ঘটনায় পুলিশ কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ বারী জানান, খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে এস আই জয়নুল আবেদীন আহত হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র জানান, খেলা চলাকালে নলদী ইউনিয়ন একজন প্লেয়ারকে মাঠে নামায়। এ নিয়ে কাশিপুর ইউনিয়নের লোকজন আপত্তি করলে এ নিয়ে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।