চুয়াডাঙ্গা প্রতিনিধি: ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোন রোগি হাসপাতালে ভর্তি হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জন রোগি চিকিৎসাধীন রয়েছে। নারী ও পুরুষ রোগিরা ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে ৩ রোগি ভর্তি ছিল। হাসপাতাল থেকে ৯৫ জন রোগি ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন কোন রোগি ভর্তি হয়নি হাসপাতালে। বর্তমানে ৩ জন নারী ও পুরুষ রোগি চিকিৎসাধীন রয়েছে । ডেঙ্গু আক্রান্তদের সতর্কতার সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলায় ডেঙ্গু রোগির সংখ্যা হ্রাস পাচ্ছে। এ পর্যন্ত ৯৫ জন রোগি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। পুরুষ ৭০ জন, মহিলা ২০ ও শিশু ৫ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।