বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর দোয়ারপাড়া ও উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে পৃথক কারনে দুই নারী গুরুতর আহত হয়েছে।
জানা গেছে ,গতকাল বুধবার বেলা ৫টায় আলমডাঙ্গা ফরিদপুর দোয়ারপাড়ার বাবলুর প্রথম স্ত্রী রকেয়া খাতুন(৪৫) একজনের বাড়িতে কাজ করে বাড়ি ফিরছিলেন এসময় বাড়ির পাশে মসুর ক্ষেতে বাবলুর ২য় স্ত্রী রাশিদার ছাগল যায় এ সময় ফসলের মালিক ছাগল ধরে নিয়ে যায়। এটা দেখে রাশিদা খাতুন সতিন রোকেয়ার উপর চড়াও হয় এ সময় বাবলু গালিগালাজ করে এর এক পর্যায়ে রোকেয়ার হাতে থাকা নোড়া দিয়ে রাশিদা আক্রমন করলে ঘটনাস্থলেই রকেয়া খাতুন আহত হয় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে নেয় হয় বিষয়টি নিয়ে মামলার প্রসুত্তি চলছে বলে জানা গেছে। এদিকে উপজেলার ভাংবাড়ীয়া স্কুল পাড়ার সাকেম আলির স্ত্রী আমিরন নেছাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশি।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধা ৬ টার দিকে ভাংবাড়ীয়া স্কুল পাড়ায় বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে সাত্তার মিয়ার ছেলে বেল্টু(৩৫), মেন্টু(৩০) মিলে আমিরন নেছাকে বাশ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উবাইদুল্লাহ জানায় রোগির অবস্থা আশঙ্কাজনক।