বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়াদী ইউনিয়ন কার্যালয় আঠারোখাদা হলরুমে বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগের তৃতীয় বার্ষিকী কাউন্সিল বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের লোকজন সেখানে উপস্থিত হয়ে আলোচনা সভায় তর্কবিতর্ক শুরু করলে ঘটনাস্থলে হাতাহাতি শুরু হয়
এ নিয়ে উত্তেজনা শুরু হয় চরমে এ সময় ধক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা যায়।
উপস্থিত লোকজন থেকে জানা যায় সভাপতি অসুস্থ তাই তিনি রাজশাহীতে অবস্থান করছে এবং সভাপতি আব্দুর রাজ্জাককে স্বরন না করার করানে এমনটি ঘটেছে।
এ সময় দূর্লভপুর ক্যাম্প ইনচার্জ এস আই জামাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরো দিন জুড়ে ঘটনাটি নিয়ে আতংক বিরাজ করছিলো বাড়াদী ও এনায়েতপুর গ্রামের মধ্যে।