সাম্প্রতিকী ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে মো রিয়াজ (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি এলজি, পাঁচটি কার্টুজ, পাঁচ রাউন্ড গুলি, একটি কিরিজ ও একটি রামদাসহ বিভিন্ন সরঞ্জাম।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খাসেরহাট বাজার সংলগ্ন করিম মাস্টার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটককৃত রিয়াজ হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে অপরিচিত কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখে তারা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। এসময় সবাই দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রিয়াজকে আটক করে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অস্ত্র, গুলিসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে তারা ওই স্থানে অবস্থান নিয়েছিল।
তিনি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে ।