২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১৮ বছর পর নতুন কমিটি পেল আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২১, ২০২২
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দীর্ঘ ১৮ বছর পর নতুন কমিটি পেল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ। ২১ মার্চ ত্রি-বার্ষিক সম্মেলনে ২য় পর্বে কণ্ঠভোটে আবু মুছাকে সভাপতি ও ইয়াকুব আলী মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাদেরকে আগামি ১৫ তারিখের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠণ ও অনুমোদনের জন্য নির্দলেশনা দেওয়া হয়েছে।


নতুন নেতৃত্বের সন্ধ্যানে বিকেলে সম্মেলনের ২য় পর্বে কণ্ঠভোট হয়। পরে শভাপতি  ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

সদ্য নির্বাচিত সভাপতি আবু মুছা এক সময় আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ছিলেন ও ইয়াকুব আলী মাস্টার সদ্য বিলুপ্ত কমিটিতে দীর্ঘ বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার বেলা ১১ টায় আলমডাঙ্গা সরকারি কলেজ চত্বরে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনে সূচনা করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দাব ছেলুন এমপি সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে বিএম মোজাম্মেল হক বলেন, বার বার ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর  সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করবোই করবো।    

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা - ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, যশোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মজিদ।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুব প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির সভা শেষে সর্ব সম্মতাক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram