২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৭, ২০২০
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে আশরাফুল ইসলাম বিরোধ পুর্ণ স্থানীয় গজারিয়া বিলে জোরপুর্বক মাছ ধরতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ২৪ জনকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram