২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বয়ম্ভর লাইব্রেরিকে শতাধিক বই কিনে দিলেন সুইট অ্যাগ্রোভেটের মালিক মঞ্জুরুল হুদা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৫, ২০২০
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে শতাধিক বই কিনে দিলেন সুইট অ্যাগ্রোভেটের মালিক চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সন্তান মঞ্জুরুল হুদা বটুল। ৪ নভেম্বর এ বইগুলি স্ব্যম্ভর লাইব্রেরিতে এসে পৌঁছেছে।


স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির সভাপতি ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক শতাধিক বই উপহার পেয়ে সুইট অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বইগুলির সবই জনপ্রিয় ও উন্নত মানের।

সুইট অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হুদা বটুল বলেন, আলমডাঙ্গা অঞ্চলকে শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যে এগিয়ে নিতে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি যে উদ্যোগ গ্রহণ করেছে তা সাধুবাদের যোগ্য। তাদেরকে উৎসাহিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছি মাত্র। আমাদের মত উন্নয়নশীল দেশে লাইব্রেরির ভূমিকা উন্নত দেশের চে অনেক বেশি। লাইব্রেরি চর্চার মাধ্যমে শিল্প সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যের নানা ক্ষেত্রে পড়ালেখার মাধ্যমে প্রাজ্ঞ জাতিসত্ত¡া হিসেবে গড়ে উঠা সম্ভব হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব না হলে জাতীয় চেতনার উন্মেষ সম্ভব নয়।


প্রসঙ্গত, ভয়াবহ করোনা পরিস্থিতিতে পাঠকের বাড়ি বাড়ি চাহিদামাফিক বই পৌঁছে দিয়ে আলমডাঙ্গার স্ব্য়ম্ভর পাবলিক লাইব্রেরি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। করোনাকালে শিক্ষার্থিসহ সাধারণ পাঠক লাইব্রেরিতে আসতে না পারায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি নিজ উদ্যোগে পাঠকের বাড়ি বাড়ি চাহিদামতো বই পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছে। স্বয়ম্ভর লাইব্রেরির নিজেস্ব ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে বইর তালিকা থেকে ইচ্ছেমত বই পছন্দ করলেই পাঠকের বই বাড়িতে পৌঁছে দেওয়া হতো। এ কর্মকান্ডের মাধ্যমে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি আলোচিত হয়ে উঠে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram