২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাটবোয়ালিয়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা পরামর্শ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ২৭, ২০২১
19
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাটবোয়ালিয়ায় ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে। মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে ওই ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন আআলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল।


অ্যাস্ট্রা বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলামের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পল্লি চিকিৎসক সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের আইসি মেজবাহ উদ্দীন, সমাজসেবক আজাদ আলী বিশ্বাস, শরিফুজ্জামান লাকি, নান্নু বিশ্বাস, সাংবাদিক সোহেল হুদা, রকি বিশ্বাস, কালু মন্ডল,চ্রুহুল আমিন, লালু, সলেমান, আক্তার।

এ ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ দেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, মধ্য আয়ের দেশ হিসেবে আমাদের উন্নত স্বাস্থসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সকল সুখের মুল। উন্নত দেশ গড়ার পূর্বশর্ত হল স্বাস্থ্যবান জাতি। আপনারা মুক্ত মনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে এসে সেবা নেবেন। সুস্থ্য থাকবেন।


সভাপতি বলেন, ডায়াবেটিস থেকে দেহে বিভিন্নরকম রোগের জন্ম নেয়। সেকারণে এ রোগটি অবহেলা করার সুযোগ নেই। সুস্থ্য থাকতে হলে একজন ডায়াবেটিস রোগিকে অবশ্যই ডায়াবেটিক সমিতির তত্বাবধানে চিকিৎসাধীন থাকতে হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram