১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিভিল সার্জনের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৭, ২০২১
19
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা প্রতিনিধি : দুর্ণীতিবাজ সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে সাংবাদিকরা। দুর্ণীতির তদন্তসহ ৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। রোববার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ কর্মসূচি পালন করে।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান চুয়াডাঙ্গায় যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্ণীতির সাথে জড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ভেঙে পড়ে। দুর্ণীতিবাজ সিভিল সার্জনের প্রত্যাহর ও ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় সাংবাদিকরা মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে। রোববার সকালে জেলা প্রশাসাক নজরুল ইসলাম সরকারের কাছে এ স্মারক লিপি প্রদান করেন। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা, সামাজিক ব্যাক্তিত্বসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, দুর্ণীতিবাজ সিভিল সার্জনকে দ্রæত সময়ে প্রত্যাহর ও তদন্ত করার দাবি জানান।

মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কিতক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাথাভাঙ্গা নদী বাচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram