১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপের কামড়ের ১০ দিন পর মারা গেলেন রায়সার ইউসুফ আলী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৯, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সাপের কামড়ের ১০ দিন পর আকস্মিক মৃত্যু হয়েছে রায়সার ইউসুফ আলী (৩৫))। বুধবার দিনগত সন্ধ্যায় অসুস্থতার পর গভীর রাতে তার মৃত্যু ঘটে। গ্রামসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের মৃত ইউনুস আলীর দিনমজুর ছেলে ইউসুফ আলীকে (৩৫) ১০ দিন আগে সাপে কামড়ায়।

সে সময় ইউসুফ আলীর মামা শ্বশুর শিশিরদাঁড়ি গ্রামের ওঝা আব্দুল খালেককে ডেকে ঝাড়ফুঁক করা হয়। ঝাঁড়ফুঁকের এক পর্যায়ে ইউসুফ আলী কিছুটা সুস্থ হন। পরবর্তীতে তিনি আবার অসুস্থ হতে থাকেন।

পরিবারসূত্রে জানা যায়, গত বুধবার তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। রাত ৯ টার দিকে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। মৃত ইউসুফ আলীর মামা জহুরুল ইসলাম এ মৃত্যুর ঘটনা রহস্যজনক হিসেবে দাবি করেন। দুপুরে দাফনের প্রস্তুতি নিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামান জানান, এ মৃত্যুর ঘটনায় গ্রামে নানা গুঞ্জন ছড়িয়েছে। ফলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু দায়ের হয়েছে। রাতে গ্রামের গোরস্থানে লাশ দাফন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram