২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় নতুন করে সাংবাদিকসহ আটজনের করোনা শনাক্ত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৯, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সাতক্ষীরায় নতুন করে ২৪ ঘণ্টায় এক সাংবাদিকসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার পর্যন্ত মোট ১ হাজার ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার পর্যন্ত এ জেলা থেকে মোট চার হাজার ৮৪৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতোমধ্যে তিন হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার ১০ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি সব নেগেটিভ এসেছে। এছাড়া ৮০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরো জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram