১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসার ভাঙল শৈলকুপার ৪০ ইঞ্চি খর্বাকৃতি দম্পতির!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৭, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- আব্বাস মÐল (৩০), উচ্চতা ৪০ ইঞ্চি। পরিবারের বড় সন্তান। প্রথম সন্তান খর্বাকৃতি হওয়ায় একটা বিয়ের জন্য বাবা-মায়ের চেষ্টার অন্ত ছিলনা। শেষ মেষ সন্ধান পেয়েছিল পুত্রবধূ মিম খাতুনের (১৮)। তার উচ্চতা ৪২ ইঞ্চি। কাধে-কাধ মিলিয়ে গত ৯ এপ্রিল রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ৪০ ইঞ্চি বর আর ৪২ ইঞ্চি কনের এ বিয়ের খবর ১০ এপ্রিল প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমসহ ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বেশি দিন স্থায়ী হলো না তাদের সংসার জীবন।

৬ মাসের মাথায় গত ২০ অক্টোবর বুধবার বিয়ে বিচ্ছেদ হলো এ দম্পতির। খর্বাকৃতি বর আব্বাস মÐল ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামের আজিবর মÐলের ছেলে ও কনে মিম খাতুন একই উপজেলার লক্ষন্দিয়া গ্রামের ইউনুস আলী মোল্যার মেয়ে। বিয়ে বিচ্ছেদ নিয়ে আব্বাস মÐলের সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন সমস্যার কারণে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছে। সম্পূর্ণ বৈধ ভাবে তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছে বলে তিনি জানান।

আব্বাস মÐলের বাবা আজিবর মÐল বলেন, আশা করে তিনি ছেলেকে বিয়ে দিয়েছিলেন। কিন্ত বিয়ে বিচ্ছেদে তিনি মর্মাহত। আউশিয়া গ্রামের ওষুধ ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, মুসলিম বিধান অনুযায়ী আব্বাস মÐলের বিয়ে বিচ্ছেদ হয়েছে। তবে তিনি সহ সবাই চেয়েছিলেন এ দম্পতির সুখি সংসার জীবন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram