২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপা পৌরসভায় ১৮ কোটি ১৪ লাখ ১৩ হাজার ৪’শ ৭৯ শত টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২১, ২০২১
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ১৮ কোটি ১৪ লাখ ১৩ হাজার ৪৭৯ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল এ বাজেট ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব নূর মাহমুদ,হিসাব রক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস,প্যানেল মেয়র-খন্দকার রাকিবুল ইসলাম,প্যানেল মেয়র- ২ সুলতানা জাহান বেণু, প্যানেল মেয়র-৩ মাজিদুল হক,কাউন্সিলর মহিদুল ইসলাম মন্নু, কাউন্সিলর সাইফুল ইসলাম,কাউন্সিলর বকুল বিশ্বাস,কাউন্সিলর মুসা খাঁন,কাউন্সিলর নাহিদ,কাউন্সিলর মহিদুল ইসলাম,কাউন্সিলর মোজাহার উদ্দিন,মহিলা কাউন্সিলর মোছাঃ জয়নাব খাতুন প্রমুখ।

মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল আজম জানান, সকলের সহযোগীতায়, পৌরসভায় নাগরিক সেবার মান বাড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তিনি বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা আশা প্রকাশ করেন।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৩’শ ৪২ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৩’শ ৪২ টাকা। অপরদিকে প্রকল্প ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ও উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ টাকা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram