১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১১, ২০২১
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ৫ জন নিরিহ গ্রাম বাসীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলার তুলে নিতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় গ্রামবাসী।

এসময় বক্তব্য রাখেন ওই এলাকার কাজী ইয়াসিন, ভুক্তভোগী ইমরানের বাবা ইদ্রিস মিয়া, মা পারুল বেগম, ভাই পলাশ মিয়াসহ অন্যান্যরা। কর্মসূচীতে বক্তারা অভিযোগ করে বলেন, কাঁচেরকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমরান মিয়া বাবুর ৬ জনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অপহরণ নাটক সাজিয়ে তাদের নামে থানায় মামলা দায়ের করেছেন মনিরুজ্জামান মনির নামের কথিত এক সাংবাদিক।

বক্তারা বলেন, গত ২ ফেব্রæয়ারি রাতে শৈলকুপার ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মান শ্রমিক যাদের বাড়ী কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। মনিরুজ্জামান মনির রাতে সেখানে থেকে সকালে নিজে রাস্তার পাশে পড়ে থেকে অপহরণ নাটক সাজিয়ে কাঁচেরকোল গ্রামের কয়েক জন নিরীহ মানুষের নামে মামলা করে। মামলা দায়েরের পর এই কটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্ত’র দাবিও জানান বক্তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram