২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডে ১০ টি ঘর ভস্মিভূত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৩১, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১০টি ঘর সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার সকাল ৭টার সময় উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়। অগ্নিকাÐে ভূমিহীনদের চাল, ডাল, শীতবস্ত্র সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয় বলে তারা জানান।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হামিদুল হক জানান রোববার সকাল ৮টার দিকে চুলার আগুন থেকে শৈলকুপা ঝাউদিয়া ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডের সূত্রপাত। মুহুর্তের মধ্যে এ অগ্নিকাÐে ভূমিহীন ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম শেখ, হানেফ শেখ, সিরাজ উদ্দিন, সাথী সহ ৮টি পরিবারের ৯টি ঘর, ঘরে রক্ষিত চাল, ডাল ও শীতবস্ত্র সহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়।

এ ঘটনাই তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম জানান সকালের অগ্নিকাÐে তারা এখন সহায়সম্বলহীন। তাদের শীতবস্ত্র সহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম অগ্নিকাÐে ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরন করেছেন বলে জানা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন শৈলকুপার ঝাউদিয়া আবাসনে রোববার সকালে অগ্নিকান্ডে ভূমিহীনদের ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram