২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় ফল খেতে এসে ফাঁদে আটকা পড়ল নিশাচর প্রাণী গন্ধগোকুল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৬, ২০২০
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ গন্ধগোকুল নিশাচর স্তন্যপায়ী প্রানী। স্থানীয় ভাবে ‘নেইল’ বলে পরিচিত। খাটাশের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয় শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রানী, তাল-খেজুরের রসও খায়।

খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। আর এই ফল চুরি করে খেতে গিয়ে আজ ভোরের দিকে আটকা পড়ল বিলুপ্ত প্রায় প্রানীটি। ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর গ্রামের ইফতেখার আলমের বাড়িতে আটকা পড়ে। তার ছেলে আবদুল আজিজ জানায়, ইঁদুর ধরার জন্য কিছু ফল এনে খাঁচায় রাখা হয়েছিল, সেই ফল খেতে গিয়ে খাঁচাতে আটকা পড়ে। পরে তারা বন বিভাগকে খবর দিলে উপজেলা বন বিভাগের কর্মীরা এই প্রানীটি কে নিরাপদ জায়গাতে ছেড়ে দেয়। আবদুর রহিম নামে বন বিভাগের কর্মী জানান, প্রানীটি ক্ষতিকর নয় আর এটি বিলুপ্ত হওয়ার পথে।

এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।ধূসর রঙের লম্বা লেজধারী এই প্রানীটির অন্ধকারে অন্য প্রানীর গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রায় পোলাও চালের মতো তীব্র গন্ধ ছড়িয়ে থাকে। একসময় এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হতো।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram