২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় পৌর নির্বাচনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারনায় মাঠে নামলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১০, ২০২১
16
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচার-প্রচারণা জমজমাট আকার ধারণ করছে। ৪প্রার্থীর ভিড়ে হার-জিতের নানা হিসাবে বাড়ছে উত্তেজনাও। তাই বসে থাকছে না প্রার্থী ও নেতা-কর্মীরা। এবার নৌকার প্রচারণায় প্রার্থীর পক্ষে মাঠে নামলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাস। তিনি শনিবার শৈলকুপা পৌরসভার হাটে-বাজারে দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী কাজী আশরাফুল আজমের পক্ষে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহব্বান জানান। শৈলকুপার নতুন বাজার, চৌরাস্তা, স্বর্ণপট্টি, থানারোড, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে নৌকার হ্যান্ড পোষ্টার দিয়ে ভোট প্রার্থনা করেন।

এ সময় তার সাথে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তৈয়ব আলী, জেলা আওয়ামী লীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এড. ইসমাইল হোসেন, শৈলকুপার সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ বারের সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুল মান্নান, শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান ও দলটির যুগ্ম সম্পাদক কনক কান্তি দাস শৈলকুপা বনিক সমিতি সহ ব্যাবসায়ী নেতাদের সাথে ঘরোয়া বৈঠক করেন। তিনি সংখ্যালঘু স¤প্রদায়ের নেতৃবৃন্দের সাথে নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেন।

কনক কান্তি দাস নেতৃবৃন্দর উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক দিয়েছে দলটির প্রবীণ নেতা কাজী আশরাফুল আজম কে, তাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী শৈলকুপার সকল নেতা-কর্মী, সমর্থকদের ভোট প্রার্থনায় নামতে হবে। তিনি বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাই জানিয়েছেন দলীয় প্রার্থীর পক্ষে সবাই কে মাঠে থাকতে হবে। তিনি দলটির সভাপতির পরামর্শে শৈলকুপায় নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় এসেছেন। পৌরসভার নাগরিকদের সুবিধা দিতে আগামীতে ট্যাক্স সহনীয় পর্যায়ে আনা হবে বলে দলটির নেতৃবৃন্দ জানান।

বনিক সমিতির নেতৃবৃন্দ ও সংখ্যালঘু স¤প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময়কালে মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম উপস্থিত ছিলেন। কনক কান্তি দাস শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথেও কথা বলেন। এ সময় প্রেসক্লাব সভাপতি এম. হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের সাথে মতবিনিময়কালে অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে জেলা পরিষদ সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য রেজাউল খা, আমজাদ হোসেন মোল্লা, বনিক সমিতির সভাপতি আবদুস সোবহান, সংখ্যালঘু স¤প্রদায়ের নেতা কালী প্রসাদ বিশ্বাস, গ্রীন সাহা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram