২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় পরীক্ষার্থীদের উপর হামলা করে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৪, ২০২১
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় চাঁদার টাকা না দেওয়ায় নিয়োগ পরীক্ষার্থীদের উপর হামলা চালিয়ে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে উপজেলার মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেসময় হামলাকারীরা কলেজের সিসি টিভির মেমোরি কার্ড ছিনতাই করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে আসে তারা।

ঘটনাটি নিয়ে শৈলক‚পা উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এরকম ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। জানা গেছে, মহিলা কলেজে ল্যাব সহকারী পদার্থ বিজ্ঞানের ১ জন, আইসিটি পদে ১জন ও এমএলএসএস পদে ১জন নিয়োগ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং নির্ধারিত তারিখ ও নিয়োগ বোর্ডের স্থান করা হয় শৈলকুপা মহিলা কলেজ। ওই নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা ও ডিজির প্রতিনিধি শৈলক‚পা সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুস সুবহান। পদাধিকার বলে নিয়োগ বোর্ডের সদস্য মহিলা কলেজের প্রিন্সিপাল খবির আহমেদ, সদস্য প্রফেসর আকমল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু।

তাদের উপস্থিতিতে শিক্ষক পদে ১১জন ও এমএলএসএস পদে ৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১১ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিচ্ছিলেন এবং এমএলএসএস পদে ৫ জন ভায়ভা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ২০টি মোটরসাইকেল যোগে ৩৫/৪০ লোক এসে নিয়োগ বোর্ডে উপস্থিত সকলকে ধাক্কাধাক্কি দিয়ে খাতা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে প্রিন্সিপাল খবির আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু স্বীকার করে জানান, যখন তারা খাতা ছিনিয়ে নিতে আসে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু বাইরে গিয়েছিল। সভাপতি ঘটনাটি জানার পর নিয়োগ স্থগিত করেছেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজার মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram