২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় পূজা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৯, ২০২২
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় পূজা উদযাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলায় এ বছর ৪১টি শারদীয় দুর্গাপূজার মন্ডপ রয়েছে। প্রত্যেক পূজা মন্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিউটি করবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলনাংলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ব‌নিক স‌মি‌তির সভাপ‌তি আ‌রে‌ফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হো‌সেন।

এসআই আমিনুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, হাসানুজ্জামান সারোয়ার, তরিকুল ইসলাম, মোখলেচুর রহমান শিলন, তাফসির আহমেদ মল্লিক লাল, মাহমুদুল হাসান চঞ্চল, শেখ আসাদুল হক মিকা, তবারক হোসেন, সোহানুর রহমান, মুন্সি এমদাদুল হক, জেলা প্রহিত ঐক্য পরিষদের সভাপতি দেবেন্দ্রনাথ দোবে বাবু লাল, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য সভাপতি লিপন বিশ্বাস, সম্পাদক পলাশ আচার্জ্যসহ সকল পূজা মন্দির কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram