২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর অবস্থানে আলমডাঙ্গা প্রশাসন : অভিযান অব্যাহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৭, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতে কঠোর অবস্থানে আলমডাঙ্গা প্রশাসন। শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। ৭ ডিসেম্বর সোমবার মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


জরিমানা করা হয়েছে জামজামির আব্দুল আলিমকে ৫শ , জগন্নাথপুরের নয়ন আলীকে ১ হাজার, নওদা দূর্গাপুরের জয়নাল আলীকে ৫শ, মুন্সিগঞ্জের মানিককে ১ হাজার, কুমারীর জাহিদুল ইসলামকে ৩শ, নিমতলার বকুলকে ২শ, মহেশপুরের মোস্তাফিজুর রহমানকে ২শ, মুন্সিগঞ্জের মানিক আলীকে ২শ টাকা।

এছাড়া, হাইরোডে মাছ বিক্রি করার অপরাধে মাছব্যবসায়ি মাসুদকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখা হবে বলে জানানো হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram