২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যারা নির্বাচনে অংশ নেয়না তারা নৈরাজ্যবাদি,স্বৈরাচারী, গণতন্ত্রের শত্রু----আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২১, ২০২১
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। আওয়ামীলীগের যগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, যারা নির্বাচনে অংশ নেয়নাতারা নৈরাজ্যবাদি, স্বৈরাচারী, গণতন্ত্রেরশত্রু। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হলে অবশ্যইনির্বাচনে আসতে হবে। নির্বাচনের জনরায়কে উপেক্ষা করে যারা জালাও পোড়াও আন্দোলন করবে তাদের দাতভাঙ্গা জবাব দেওয়া হবে। সংবিধানে তত্ববধায়ক সরকারের কোন অস্তিত্ব নেই। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, সাম্প্রদায়িক শক্তিকে লালন করেছে বিএনপি-জামাত, স্বৈরাচারীএরাশাদ ও খুনি জিয়া। সাম্প্রায়কি শক্তির বিচার একমাত্র আওয়ামীলীগই করেছে বলে তিনি দাবি করেন। যদি কেউ অন্য ধর্মাবলম্বীদের উপর আঘাত করে, সম্পদ বিনিষ্ট করে ও বিদেশে বসে সাম্প্রদায়িক শক্তির পক্ষে পোষ্টদিয়ে তথ্য সন্ত্রাস করে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক হোসেন এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিদ মোঃ আশরাফুল ইসলাম স্বপন। সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, পারভিন জামান কল্পনা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেশ্বর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন এমপি, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজা।

এছাড়া বর্ধিত সভায় মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন সহজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram