১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর সমাজসেবার ডিডি স্ট্যান্ড বদলি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৭, ২০২০
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের কর্তৃক সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করার প্রতিবাদে শাস্তি স্বরূপ করাবদলি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসসিব (প্রশাসন-৪) মোহা. নায়েব আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

সাতক্ষিরার জেলার আশশুনি এতিম প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জেনারেল ম্যানেজার দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল কাদেরকে। একই সঙ্গে মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মেহেরপুর সাংবাদিক সমাজের আহবায়ক রুহুল কুদ্দুস টিটো জানান, এটা আমাদের সম্মিলিত বিজয়। তাকে শাস্তি স্বরুপ সাতক্ষিরার একটি উপজেলার শিশু পূনর্বাসন কেন্দ্রে জেনারেল ম্যানেজার হিসেবে বদলি করা হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। এদিকে, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মেহেরপুর সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকরা ৭দিনের কর্মসূচী ঘোষনা করে ।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশে রয়টার্সের প্রতিনিধি জাকির হোসেনকে মারধর ও তাদের ক্যামেরা ভাংচুর করে উপপরিচালক আব্দুল কাদের ও তার অফিসের স্টাফরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram