২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর আমঝুপিতে এন পি এল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের আমঝুপি নীলকুঠি খেলার মাঠে এন পি এল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আমঝুপি ক্রীড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি ক্রীড়া একাদশ ৫ উইকেটে উত্তরপাড়া একাদশকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি উত্তরপাড়া একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে।

দলের পক্ষে সাব্বির ২৪,রাজন ১৫ মুকুল ১১ রান সংগ্রহ করেন। আমঝুপি ক্রীড়া একাদশের গুলজার ২টি সোহাগ, শাওন ১ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে আমঝুপি ক্রীড়া একাদশ ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে বণিক ৩৭ অনু ১৬ রান করেন। উত্তরপাড়া একাদশের শাকিব ২টি নাহিদ ২ টি উইকেট লাভ করেন।

টুর্ণামেন্টে বণিক ম্যান অফ দ্যা ম্যাচ, সোহাগ ম্যান অফ দা সিরিজ, মাসুদ সেরা অধিনায়ক, সবুজ সেরা ম্যানেজার, সোহাগ সর্বোচ্চ রান সংগ্রহকারীর। পুরস্কার লাভ করেন।খেলা শেষে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর জ্যেষ্ঠপুত্র সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সহকারি শিক্ষক আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জামান জামান চমন, আমঝুপি ব্যবসায়ী সমিতির সভাপতি আসফারুল হক হিরো।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram