২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে ৫৩পিস টাপেন্টা ট‍্যাবলেটসহ ফার্মেসীর মালিক মিলন আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২২, ২০২১
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে নিষিদ্ধ নেশাজাতীয় ট‍্যাবলেট টাপেন্টা বিক্রেতা মিলন হোসেন (৩৪)। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মায়ের দোয়া ফার্মেসীতে মালিক মিলন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশাজাতীয় ট‍্যাবলেট টাপেন্টা বিক্রি করে আসছিলেন।


নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টা মজুত ও বিক্রি করায় মেহেরপুর শহরের ওষুধ ব্যবসায়ী মিলন হোসেনকে হাতেনাতে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সন্ধ‍্যায় শহরের লর্ড মার্কেটে মায়ের দোয়া ফার্মেসীতে সদর থানার এসআই ইমরুল হুসাইন ও এএসআই মিঠুন কুমার বিশ্বাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাসহ তাকে আটক করা হয়।


এসআই ইমরুল হুসাইন জানান, মেহেরপুর শহরের মায়ের দোয়া ফার্মেসীর স্বত্বাধিকারী মিলন হোসেন অন‍্যান‍্য ওষুধের পাশাপাশি দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টা বিক্রি করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনগণ নিয়ে তার দোকান তল্লাশি করে মিলনের জ‍্যাকেটের পকেট থেকে ৫৩পিস টাপেন্টা ট্যাবলেট জব্দ এবং মিলন হোসেনকে আটক করা হয়। এবিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram