২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকির মাটি ধসে এক শ্রমিক নিহত ॥ আহত ৪

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৫, ২০২১
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা ওয়াপাদা পাড়ায় নির্মানধীন ভবনের ট্যাংকি ধসে ভনু মন্ডল (৫৫) নামের এক শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভনু মন্ডলের বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়ারপুর গ্রামের খাঁনপাড়ায়।

আহতরা হলেন- দারিয়াপুর গ্রামের মোমিনুল ইসলাম (৩৫), যাদু মিয়া (৩৫), আজমত আলী (৫৫) ও ফজলুর রহমান (৪৪)। আহত শ্রমিকদের অভিযোগ, মাটি ধসের আশংকায় তারা কাজ বন্ধ করে দিলেও বাড়ি মালিকের ম্যানেজার মামুন তাদের কাজ করতে বাধ্য করায়। পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় একটি এনজিও নির্বাহী পরিচালক আবু জাফর বাড়ি নির্মান কাজ করছিলেন।

ভবনের বেজ ঢালাইয়ের পর ট্যাংকি নির্মান করা হচ্ছে। সেখানে কয়েকদিন ধরে কাজ করছিলেন ওই ৫ শ্রমিকসহ আরো অনেকেই। দুপুরে ট্যাংকি নির্মানের গর্ত খোড়ার সময় মাটি ধসে ৫ শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা চাপা পড়া মাটি সরিয়ে ৫ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এসময় ভনু মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহত চার শ্রমিককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram