২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে নাশকতার মামলায় আটক ছাত্রশিবিরে সভাপতি ও পৌর কাউন্সিলর

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৩০, ২০২১
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা ডলার কে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর কবরস্থান এলাকায় থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা ডলার শহরের স্টেডিয়ামপাড়ার শামছুদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, মেহেরপুর থানায় মামলা নং ২২ তারিখ ২০/১২/২০২০ ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫ ডি এর এজাহারনামীয় আসামী (১)মোঃ ডলার (৩৬) সাবেক ছাত্র শিবিরের সভাপতি মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় এস আই হাবিবুর রহমান, এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই মাহতাব উদ্দিন, এএসআই (নি:) হেলাল উদ্দিন সহ পৌরসভাধীন গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেরপুর থানার মামলা নং ২২ , তারিখ ২০/১২/২০২০ ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫ ডি এর এজাহারনামীয় আসামী সোহেল রানা ডলার (৩৬) কে আটক করা হয়।

সে মেহেরপুর ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর। তাহার বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন আছে। উল্লেখ্য, ২০১৩ সালে সদর উপজেলার রাজনগর, বন্দর, কায়েমকাটা মোড় সহ বিভিন্ন এলাকায় সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের বহু মানুষের নামে হয়েছিল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram