২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানীর ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৮, ২০২১
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি । তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে জাপান টোব্যাকোর তামাক পণ্যের প্রচার ও পুরষ্কার সামগ্রী বহন এবং সংরক্ষণ করার অপরাধে মালামাল জব্দও ডিপো ইনর্চাজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসালামের তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় মেহেরপুর ডিপোতে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টরের তথ্যের ভিত্তিতে আমরা জাপান টোব্যাকোর ডিপোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। জিজ্ঞাসাবাদে জানাযায় টোব্যাকো কোম্পানীর এক স্টাফের বাড়িতে গোডাউন হিসেবে ব্যবহার করে প্রচারণা ও পুরষ্কার সামগ্রী রাখা হয়েছে।

গোডাউন থেকে বিপুল পরিমান প্রচার সামগ্রী ও পুরষ্কারের মালামাল জব্দ করা হয়েছে এবং তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে ডিপো ইনর্চাজকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর তাজিমুল হক, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, পুলিশ সদস্য ও স্থানীয়রা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram