১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে কৃষককে পিটিয়ে , দা ও কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৩০, ২০২১
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামে ধানের জমিতে পানি প্রবেশ করার প্রতিবাদ করায় আহসানুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দা ও কোদাল দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে জামিরুল ইসলাম হাসা, রাজু আহমেদ, চাদ আলীর ছেলে মনিরুল ইসলাম এবং রাধাকান্তপুরের শফিক এর নামে।

আহত আহসানুল ইসলাম দক্ষিণ শালিকা গ্রামের জিরাফত আলীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার শালিকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত আহসানুল ইসলামের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে জামিরুল ইসলাম হাসা জমির ময়লা পানি আহসানুলের জমিতে প্রবেশ করে। এ বিষয়ে আহসানুল প্রতিবাদ করতে গেলে জামিরুল ইসলাম হাসার নেতৃত্বে তার ভাই রাজু, শফিক, মনিরুল আহসানুলের উপর দেশীয় অস্ত্র দা ও কোদাল দিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর জখম আহত হয়। পরে ঐ মাঠে থাকা এলাকার লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহসানুল ইসলামের মাথায়, পিঠে, হাতের বিভিন্ন স্থানে ক্ষত হয়। তার শরীরে শতাধিক সেলাই দেয়া হয়েছে। আহত আহসানুল ইসলামের ভাই সিরাজ জানান, আমার ভাইয়ের জমির পাশে তাদের জমি রয়েছে। বিভিন্নভাবে লোকজনকে তারা ভয় দেখায়। কোন কিছু হলে মারতে আসে। আমার ভাই জমিতে কাজ করছিল। এমন অবস্থায় সে জমিতে ময়লা পানি ঢোকানোর চেষ্টা করে।এতে আমার ভাই বাধা দিলে তাকে কোদাল ও দা দিয়ে গুরুতর জখম করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দারা খান জানান, বিষয়টি শোনার সাথে সাথে ওই এলাকাতে পুলিশ ফোর্স পাঠানো হয়। আহত ব্যক্তির লোকজন থানাতে এসেছে। তারা মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে একটি মামলা হতে পারে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram