২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২০
38
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি \ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে নবনির্মিত ১৭হাজার ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে নবনির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন।

এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্বে “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী মোঃ লিয়াকত আলী, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাসিমা আখাতার, জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, প্রমুখ ।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram