২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো আঞ্চলিক ইজতেমা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৩, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। শনিবার দুপুরে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত মওলানা মুফতি মোশাররফ হোসেন।

এছাড়াও ইজতেমায় বইয়ান পরিবেশন করবেন ভারত থেকে আগত মওলানা মুফতি কেফায়েত উল্লাহসহ ইসলামি বক্তারা। এসময় মেহেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লিরা এ আঞ্চলিক ইজতেমা মাঠে উপস্থিত হয়েছিল।

সারাবিশ্বে বৈশ্বিক করোনা মহামারী থেকে মুক্ত হতে দোয়া ও মোনাজাত করেন ইজতেমায় উপস্থিতি মুসল্লিরা। এদিকে ইজতেমা মাঠে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram