২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৪, ২০২২
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে আগামী ২৬ এপ্রিল জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুর মোহাম্মদ জকু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম।


ব্রিফ্রিংকালে ইউএনও রনি আলম নূর জানান, তৃতীয় পর্যায়ে প্রতিটি ঘর ২ লাখ, ৫৯ হাজার ৫ শ' টাকা নির্মাণ ব্যয় হচ্ছে। তৃতীয় পর্যায়ে আলমডাঙ্গায় ৮০ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৭টি নির্মাণ সম্পন্ন হয়েছে। এই ১৭ টি আগামী ২৬ এপ্রিল গৃহহীনদের মাঝে প্রদান করা হবে। পবিত্র ঈদ উপলক্ষে তাদের মাঝে জমি এবং নতুন ঘর প্রদান করা হবে। মাননীয় প্রধান মন্ত্রী আগামী ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

উল্লেখ্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক ৮০ ঘরের মধ্যে হারদী ইউনিয়নে ২০টি,ডাউকি ইউনিয়নে ২টি,কুমারী ইউনিয়নে ৪টি,চিৎলা ইউনিয়নে ২২টি,খাসকররা ইউনিয়নে ৯টি,নাগদাহ ইউনিয়নে ৫ টি,আইলহাঁস ইউনিয়নে ১টি,গাংনি ইউনিয়নে ১৩ টি,বেলগাছি ইউনিয়নে ৪টি ঘর নির্মিত হচ্ছে। ইতোপূর্বে সরকার বরাদ্দকৃত প্রথম পর্যায়ে ৫০টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ছিল ১লাখ ৭১ হাজার টাকা, ২য পর্যায়ে ৪৫ টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়। ঘর প্রতি নির্মাণ ব্যয় ছিল ১ লাখ ৯০ হাজার টাকা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram