২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা শীর্ষক কর্মসূচিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিকসাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠানের উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২২, ২০২০
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি ॥ মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীভিত্তিক সাংস্কৃতিক পক্ষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় মুজিবনগর স্মৃতি কমপে¬ক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত মুজিবচর্চার মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। সাংস্কৃতিক পক্ষের উদ্বোধক হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি), মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন নাসির উদ্দিন , মুজিবনগর উপজেলা চেয়ারম্যার জিয়া উদ্দিন বিশ্বাস,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড, ইব্রাহিম শাহিন প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আয়ুব আলীসহ প্রশাসনিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তীতে নাসরিন মোস্তফা রচিত ও আইরিন পারভিন লোপার নির্দেশনায় নাটক 'বাঘ' মঞ্চস্থ হয়। সাংস্কৃতিক আয়োজনে আরও থাকছে ২৩শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীতে আইরিন পারভিন লোপা পরিবেশিত মঞ্চ নাটক 'বাঘ' পরিবেশন হবে।

২৪ তারিখে সন্ধ্যা ৬ জেলা শিল্পকলা একাডেমীতে মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক লাল জমিন পরিবেশন, ২৫ তারিখে সন্ধ্যা ৬ ঘটিকায় 'মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপে¬ক্স'র অডিটোরিয়ামে মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক লাল জমিন পরিবেশন হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram