১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফির দুই মেয়ে করোনায় আক্রান্ত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২১, ২০২০
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার দুই সন্তান হুমায়রা মর্তুজা ও সাহেল মর্তুজা মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ।

মাশরাফির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ৮-১০ দিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দেয় মাশরাফিকন্যা হুমায়রার। পরে পাঁচ দিন আগে তার ছেলে সাহেলেরও জ্বর হলে করোনা টেস্ট করানো হয়। তখন দু’জনেরই পজিটিভ রিপোর্ট আসে।করোনায় আক্রান্ত মাশরাফির দুই সন্তানকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বতর্মানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুজনেই সুস্থ আছে। তাদের জ্বর নেই শরীরে। দেশবাসীর কাছে তাদের করোনামুক্তি জন্য দোয়া চেয়েছেন মাশরাফি ও তার স্ত্রী সুমি। 

চলতি বছরের জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি। গত ২০ জুন সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে নিজের করোনা আক্রান্তের খবর জানান তিনি। সেই খবর শোনার তিনদিন পরেই তার ছোট ভাই মোরসালিন করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। 

এরপরদিনই জানা যায় মাশরাফিপত্মী সুমনা হকও এই মহামারীতে আক্রান্ত। ওই সময় মা-বাবা কোভিড-১৯ পজিটিভ ধরা পড়লেও সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা ও সাহেল।

কয়েক দফায় টেস্টের পর গত ১৪ জুলাই করোনা থেকে মুক্তি মেলে মাশরাফির। এরইমধ্যে সুস্থ হয়ে ওঠেন তার স্ত্রী ও ছোটভাইও। 

বাবা-মা ও চাচার সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান। শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram