২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ৫ দিনের ব্যবধানে আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে আরও এক গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৬, ২০২১
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মাত্র ৫ দিনের ব্যবধানে আলমডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ গৃহবধূর নাম বে‌লি খাতুন (৩৫)। তিনি উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের আসলাম উদ্দিনের স্ত্রী। ৬ মে বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
ইতোপূর্বে গত ৩০ এপ্রিল অনুরূপভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাতে ঝড়ের কারণে নওদা পাঁচলিয়ার আসলাম উদ্দীনের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের উপর পড়ে। এতে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে বাড়িতে কাজ করার সময় মুরগির ঘরের টি‌নের চা‌লে হাত দি‌লে বিদ্যুতস্পৃষ্ট হন গৃহবধু বেলি খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


মৃত বেলি খাতুন ছিলেন ৪ কন্যা সন্তানের জননী। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। সন্তানসহ নিকট আত্মীয়দের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, গত ৩০ এপ্রিল আলমডাঙ্গার বক্সীপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে দুই সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। সকালে বক্সীপুর গ্রামের তাইজেল আলীর বাড়িতে বিদ্যুত সংযোগের তার বিষ্ফোরণ ঘটে সমস্ত ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। সে সময় অসাবধানতাবশত গৃহবধূ আনেসা বেগম (৪৩) বিদ্যুৎস্পৃষ্ট হন। অজ্ঞান অবস্থায় দুপুরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram