২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে মহেশপুর সিমান্তে ১৭ জন গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৩, ২০২১
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা দিয়ে অবৈধ ভাবে ভার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। সোমবার মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার ডুমুরিয়া গ্রামের নরেন্দ্রনাথের ছেলে মোঃ রবিন চৌধুরী (৫৫), মোঃ রবিন চৌধুরী’র স্ত্রী রঞ্জু চৌধুরী (৪৫),

যশোর জেলার ঝিকরগাছা থানার ডাঙ্গী গ্রামের মোঃ বদিয়ার বিশ্বাসের মেয়ে চামেলী বেগম (৪৩), সোলেমান বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর মোল্লা (২৪), মৃত আবু বকরের ছেলে মোঃ শরিফুল ইসলাম (১৭), একই জেলার শার্শা থানার ইসলামপুর গ্রামের মৃতঃ নুরালী শেখে ছেলে মোঃ আবু হানিফ শেখ (৪৫), মোঃ আবু হানিফ শেখের স্ত্রী চম্পা বেগম (৪০), একই থানার খাজুরা গ্রামের মোঃ নুর হোসেনের স্ত্রী আরাতন বেগম (৬০),

অভয়নগর থানার শ্রীধরপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মোঃ রুবেল হোসেন (২৭), মোঃ রুবেল হোসেনের স্ত্রী চম্পা বেগম (২৬), কোতয়ালী থানার জগন্নাথপুর গ্রামের মৃত শফি বিশ্বাসের মেয়ে সুরাইয়া খাতুন (১৭), মনিরামপুর থানার পাচকাটিয়া গ্রামের অচিত ধরের স্ত্রী প্রীতিধর (২৭), বাগেরহাট জেলার রায়েন্দা থানার তাফালবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ ফরাজীর ছেলে আইয়ুব আলী ফরাজী (৫০),

টাঙ্গাইল জেলার সদর থানার গালুটিয়া গ্রামের মোঃ সামসুল হকের ছেলে রুবেল রানা (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুড়িপাইকে গ্রামের আঃ মান্নান সরকারের স্ত্রী মোছাঃ রতœা খাতুন (৩৫), নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের ভবতেষ বিশ্বাসের স্ত্রী কাকলী বিশ্বাস (৩০) ও মেয়ে নন্দিনী বিশ্বাস (০৮)। তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram