১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাবির নামে সরকারি ঘর বরাদ্ধ দিয়ে ভাড়া তোলেন পাটগ্রামের জনপ্রতিনিধি!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৭, ২০২০
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য দরিদ্রদের বদলে নিজের ভাই ও ভাবির নামে সরকারি ঘর বরাদ্ধ দিয়ে ভাড়া উত্তোলন করেন। ‘জমি আছে ঘর নেই’ ও ‘দুর্যোগ সহনীয়’ প্রকল্পের ওই বাড়ি দুটির একটি আবার ভাড়া দিয়ে টাকা তুলছেন সাইদুল ইসলাম নামের ওই ইউপি সদস্য ।


সাইদুল ইসলাম দহগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পরিবারের সদস্যদের নামে সরকারি ঘর বরাদ্ধ দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি সদস্য সাইদুল ইসলাম তার বড়ভাই শাহ জামালের স্ত্রীর হালিমা বেগমের নামে জমি আছে ঘর নেই প্রকল্পের ঘর বরাদ্ধ দেন। ভাবির নামে বরাদ্ধ কৃত বাড়িটি কৌশলে নিজের জমিতে নির্মান করে নেন। এরপর থেকে বাড়িটি মানুষের কাছে ভাড়া দিয়ে ভাড়া নেন ইউপি সদস্য।


এদিকে সম্প্রতি ওই ইউপি সদস্য তার বড় ভাই শাহ জামালের নামেও দুর্যোগ সহনীয় একটি সরকারি বাড়ি বরাদ্ধ করিয়ে নেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram