২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বড় ভাইয়ের মৃত্যুর পরদিন করোনায় ছোট ভাইয়ের মৃত্যুঃ গ্রামজুড়ে শোকের ছায়া

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৫, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


গত ২৩ এপ্রিল স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব আলমডাঙ্গার হারদী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এবিএম মাহমুদুল হাসান রবি। তিনি ঢাকার মিরপুরের প্যারিস রোডের বাড়িতে মৃত্যুবরণ করেন। গতকাল সকাল ১০ গার্ড অব অনার শেষে হারদী পুরাতন জামে মসজিদের সামনে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।


ছোটভাই এবিএম মোমিনুল হাসান ঢাকার গাজীপুরে অবস্থান করতেন। পেশায় ছিলেন ঠিকাদার। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। বাড়িতেই চিকিৎসা চলছিল। শ্বাসকষ্ট শুরু হলে গতকাল ২৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি মৃত্যুবরণ করেন।


মরহুমের লাশ রাত ১ টার দিকে হারদী গ্রামে পৌঁছতে পারে। রাতেই লাশ দাফন করা হবে। মরহুমের লাশ দাফনের জন্য আনজুমান- এ মফিদুলের করোনা টিম রাতেই হারদী গ্রামে পৌঁছেছেন।


হারদী গ্রামের বড়বাড়ির মৃত আলফাজ শেখের বড় ছেলে ছিলেন এবিএম মাহমুদুল হাসান রবি। এবিএম মোমিনুল হাসান ছিলেন মেজ ছেলে।


পর পর দুদিনে দুভাইয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। পরিবার ও নিকট আত্মীয়ের মাঝে চলছে শোকের মাতম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram