২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বন্ডবিলের মাতৃহীন ৮ম শ্রেণিতে পড়ুয়া রাকিব মোল্লার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৯, ২০২০
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে আলমডাঙ্গার বন্ডবিল গ্রামের মাতৃহীন ৮ম শ্রেণিতে পড়ুয়া রাকিব মোল্লা। ১৯ নভেম্বর বৃহস্পতিবার এশার নামাজ পড়ে ব্যাডমিন্টন কোর্টের বৈদ্যূতিক লাইনের তার খুলে নিতে গেলে বিদ্যূতায়িত হয়ে পড়ে যায় রাকিব মোল্লা। তাকে উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


এলাকাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের আব্দুল আলিম মোল্লার ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে রাকিব মোল্লা রাতে এশার নামাজ পড়ে অনেকের সাথে মসজিদ থেকে বের হয়। পরে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার কোর্টের বৈদ্যূতিক লাইনের তার খুলতে যায়।

এ সময় অসাবধানতাবশত বিদ্যূতায়িত হয়ে মাটিতে পড়ে যায় সে। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রæত আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু সালেহ ইমরান ্তাকে মৃত বলে ঘোষণা করেন।

আব্দুল আলিম মোল্লার ৩ সন্তানের মধ্যে রাকিব ছিল ২য়। প্রায় ৭/৮ বচর আগে রোগে তার মায়ের মৃত্যু হয়। মাতৃহীন শিশু রাকিব মোল্লা ৫ ওয়াক্ত নামাজ পড়তো বলে প্রতিবেশিরা জানান। সে অন্য সমবয়সিদের থেকে আলাদা ছিল, অনেক ভদ্র স্বভাবের ছিল বলে মন্তব্য করেন অনেকে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram