২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে লেবাননে

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ৬, ২০২০
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

লেবাননে খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত এবং জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

গতকাল লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে এদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ কর সময় এসব বিষয় অবহিত করেন।

 ৬ আগস্ট বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।

বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোমেন।

লেবাননে গত মঙ্গলবার শক্তিশালী বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়ের ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram