২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বলেশ্বরপুরের জামাল উদ্দীনের গলায় দড়ি দেওয়া লাশ বাড়ির পাশের মেহগনি গাছ থেকে উদ্ধার

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
অক্টোবর ৪, ২০২০
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের জামাল উদ্দীনের গলায় দড়ি দেওয়া লাশ বাড়ির পাশের মেহগনি গাছ থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর জামাল উদ্দীন আর সারারাত বাড়ি ফেরেননি।গতকাল সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের মেহগনি গাছের ডালে ঝুলতে থাকা তার লাশ উদ্ধার করে।

          জানা যায়, আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের খোদা বক্সের ছেলে জামাল উদ্দীন (৪৮) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত শনিরার রাত ১০টার দিকে তিনি ঘর থেকে বের হন। পরে সারা রাত আর ঘরে ফেরেন নি। গভীর রাত অবধি ঘরে না ফিরলে রাতেই পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। কিন্তু কোথাও খুঁজে পাননি। পরদিন রবিবার সকালে বাড়ির পাশের মেহগনি গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকা তার লাশ উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram