২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বন বিভাগের চিঠির তোয়াক্কা করলেন না মিল মালিক দাউদ হোসেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১২, ২০২০
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 



জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের রাস্তার পাশে নিয়মনীতির তোয়াক্কা না করে একটি সমিল স্থাপন করা হয়েছে। এতে সমিলের পাশে থাকা একটি স্কুলের শিক্ষাথীরা বিপাকে পড়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রচার হলে সমিলটি বন্ধের নির্দেশ চিঠি দেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

কিন্তু চিঠি পাওয়ার পরেও অদৃশ্য এক শক্তিতে চালিয়ে যাচ্ছেন সমিল টিম, বিচ্ছিন্ন করা হয়নি বিদ্যুৎ সংযোগ একটি সূত্রে জানা গেছে ঝিনাইদহ বিদ্যুৎ কর্তৃপক্ষকে মোটা অংকের অর্থের বিনিময় সৌর বিদ্যুৎ লাগিও অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ লাগিয়ে নেনে স’মিল মালিক দাউদ হোসেন।

এলাকার সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের অভিভাবকরা বলতে শুরু করেছে একজন সাধারণ গ্রাহক যখন বিদ্যুৎ অফিসে যায় তখন তাদেরকে নানান নিয়মকানুন দেখানো হয়ে থাকে কিন্তু প্রভাবশালী হওয়ায় দাউদ হোসেনের কোন নিয়ম মানা লাগেনি সৌর বিদ্যুতের লাইন ছাড়াই সে সমীরের জন্যে হাই ভোল্টেজ লাইন পাচ্ছেন। এলাকাবাসীর দাবি দ্রæত এই অবৈধ স’মিলটি স্থানান্তর করা। স্থানান্তর না করা পর্যন্ত সমিতি বন্ধ রাখা হোক।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram