২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ - সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
ডিসেম্বর ১২, ২০২০
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ - সরকারি কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি ॥ “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগনকে সামনে রেখে মেহেরপুর জেলার সরকারি কর্মকর্তাদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান, পল্লী বিদ্যুৎ সমিতির জি এম নুর মোহাম্মদ প্রমুখ।

এসময় মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিরিন নাহার, অতিরিক্ত জেলা দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, জেলা আনসার কমান্ড্যান্ট রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া,সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন সহ মেহেরপুর জেলার প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পয়েছি। অথচ দেশের একটি কুচক্রীমহল বঙ্গবন্ধুর সম্মানহানি করতে চায়। এটি কোনভাবেই মেনে নেওয়া যায়না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিাবাদ জানান বক্তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram