২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে আলমডাঙ্গায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৪, ২০২১
18
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করার দায়ে আলমডাঙ্গার রংপুর গ্রামের ইসমাইল হোসেন খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ মার্চ রবিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এলাকাবাসি জানিয়েছেন, গত ১ সপ্তা যাবত রংপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন খোকন ওই গ্রামের ফসলি মাঠের জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। রাতদিন ২৪ ঘন্টা ধরে ফসলি জমির মাটি এসকেবেটর মেশিনে কেটে লাটাহাম্বারে (স্থানীয়ভাবে তৈরি ইঞ্চিনচালিত বাহন) করে বিভিন্ন ইটভাটায় পৌঁছে দেওয়া হচ্ছিল।

এসকেবেটর ও লাটাহাম্বারের বিকট শব্দে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে প্রশাসনকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযোগের প্রমাণ পান। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪(খ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় পাঁচকমলা পুর পুলিশ ক্যাম্পের এসআই শাহবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram