২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবিত্র কাবা শরিফে রমজানে ওমরাহ ও নামাজ পড়বে প্রায় দেড় লাখ মুসল্লি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ৭, ২০২১
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃপ্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ইতেকাফসহ মসজিদে সাহরি ও ইফতার স্থগিত করেছে সৌদি আরব। তবে রমজানের প্রতিদিন কাবা শরিফে ওমরাহ পালন ও নামাজ আদায়ে দেড় লাখ লোককে অনুমতি দেওয়া হবে। খবর আরব নিউজ। দুই পবিত্র মসজিদের প্রধান শায়খ সুদাইসি জানিয়েছেন, পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে রমজানের প্রতিদিন এক লাখেরও বেশি মানুষকে নামাজের অনুমতি দেওয়া হবে এবং ৫০ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দেশটির ইসলামবিষয়ক নির্দেশনা ও দাওয়াহ মন্ত্রণালয় জানিয়েছে যে, ৬৫ বছর কিংবা তার বেশি বয়সের লোকদের মধ্যে যারা ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তারাও ওমরাহ পালন করতে পারবেন। শায়খ সুদাইসি আরও জানান, পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের জন্য টিকা নেয়া আবশ্যকইসলামবিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শায়েখ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (০৬ এপ্রিল) এক নির্দেশনা জারি করেছেন। যেখানে রমজানে করোনাভাইরাসের বিস্তাররোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কথা রয়েছে।

এতে বলা হয়েছে যে, রমজানে মসজিদের ভেতরে সাহরি, ইফতার এবং ইতেকাফ স্থগিত করা হবে। পাশাপাশি ঈদুল ফিতরের নামাজ আদায়ের স্থান বাড়ানোর কথাও বলেছেন তিনিমন্ত্রী আরও জানান, তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ সম্পর্কে নির্দেশনা পরে ঘোষণা করা হবে। এদিকে হজ ও ওমরাহ মন্ত্রী ড. আবদেল ফাত্তাহ মাশহাত বলেছেন, যারা কাবা শরিফে ওমরাহ পালন করবে তাদেরকে ‘ই-তামারনা’ অ্যাপে আবেদন না করে ‘তাওয়াক্কালনা’ অ্যাপে আবেদন করতে হবে। তিনি আরও বলেন, রমজান মাসে পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববিতে ইবাদত করতে ইচ্ছুকদের অনুমতি সপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করা হবে। আবার কোনো কিছু বাতিলের সিদ্ধান্তও জানানো হবে

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram