১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশের ভারসাম্য রক্ষায় আলমডাঙ্গার বকসিপুর জিকেখালের দু-পাড়ে তালবীজ রোপন উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২১
139
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আলমডাঙ্গার বকসিপুর জিকেখালের দু-পাড়ে তালবীজ রোপন উদ্বোধন করা হয়েছে। বাদেমাজু গ্রামের হাজী রবিউল ইসলাম নিজ উদ্দ্যোগে গ্রামবাসিকে সাথে নিয়ে প্রায় ৬শ তাল বীজ রোপন কাজ উদ্বোধন করেন। ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় তার বীজ রোপন উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ রাহী। এসময় উপস্থিত ছিলেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন শেখ মাহাবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী নিশান আহমেদ, আলমগীর হোসেন, নাজের আহমেদ, ইমাম মুফতি নজরুল ইসলাম সুমন, নিজাম উদ্দিন, ইউয়িন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউনুস আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল, জয়, জেকের আলী, আফজাল হোসেন টুটুল, সিরাজুল ইসলাম, সাঈদ মেম্বার, আওয়ামীলীগ নেতা গাজী রদ্দিন, রাঙ্গা, রাম দত্ত, আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও হাজী রবিউল ইসলাম বাদেমাজুসহ আশপাশ গ্রামের বিভিন্ন জায়গায় কয়েক হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram