১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের শুভ সূচনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৭, ২০২১
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর : স্বাধীনতার ৫০ বছর পর ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস স্বল্প পরিসরে পালিত হচ্ছে আজ। মহামারী করোনার কারণে সব আয়োজন বন্ধ রেখে স্বল্পপরিসরে এই দিবসটি পালন করছেন জেলা আওয়ামী লীগ । শনিবার সকাল ছয়টার সময় মুজিবনগর স্মৃতিসৌধের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ১২ আনসার সদস্যের মধ্যে যে ৩ জন বেঁচে আছে আজিমদ্দিন শেখ , হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও সকাল ৯ টায় মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্তক অর্পণ করবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট-১ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এরপর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুবুল আলন হানিফ, মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস পূষ্প মাল্য অর্পন করবেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram