২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গা যুবলীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৭, ২০২১
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রæয়ারী বিকালে উপজেলা এরশাদ মঞ্চে নির্বাচনী কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন চলছে, তার সুফল আমরা চুয়াডাঙ্গা বাসী ভোগ করছি। তিনবারের নির্বাচিত পৌর মেয়র হাসান কাদির গনু আলমডাঙ্গা পৌর সভায় যে উন্নয়ন করেছে তা আমাদের নীতি ও আদর্শ। কারন আপনারা জানেন এদেশ স্বাধীনতা লাভ করেছে একটি আদর্শ নিয়ে। এদেশের মানুষের মুক্তি এবং সোনার বাংলা গড়ে তোলা। সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার চালাচ্ছেন। আমাদের সেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন যদি ধরে রাখতে হয় তাহলে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট না দিলে সেই উন্নয়ন ব্যহত হবে। সেজন্য আগামী ১৪ ফেব্রæয়ারী সকল যুবলীগের নেতাকর্মিকে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে। হাসান কাদির গনুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।


কর্মি সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহম্মেদ সাব্বির, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহব্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহব্বায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের আব্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাপু, আজাদ আলী, শ্রী তপন কুমার বিশ^াস, পৌর যুবলীগের আহব্বায়ক আসাদুল হক ডিটু, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান।

উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক তাফসীর আহমেদ মল্লিক লালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক একেএম রাসেল পারভেজ রাজু, পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক কাউন্সিলর জাহিদুল ইসলাম, মামুন অর রশিদ হাসান, যুবলীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, নেছার আহমেদ প্রিন্স, মনিরুজ্জামান হিটু, মাহবুব, জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন, কাজী চন্দন, আনিচ, রাইহান, আব্দুল্লাহ আল রনি, হাসিব, রকি, সজিব, মামুন, জাফর, হারুন, রাসেল, মোজাম্মেল, আবুল হাসনাত, মিশর, সিলন, বকুল, শরিফ, সেতু, ইয়ামিন, বজলু, কামাল, লাভলু, মুসা, লাল্টু, রকি, রুবেল, মামুন, রাসেল, শাকিল, মাসুম, রইচ, সলক প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram